8. পাক-কিতাবে এইজন্য লেখা আছে,তিনি যখন বেহেশতে উঠলেন,তখন বন্দীদের চালিয়ে নিয়ে গেলেন,আর তিনি লোকদের অনেক দানও দিলেন।
9. “তিনি উঠলেন,” এই কথা থেকে কি এটাই বুঝা যায় না যে, মসীহ্ দুনিয়ার গভীরে নেমেছিলেন?
10. যিনি নেমেছিলেন তিনিই সব কিছু পূর্ণ করবার জন্য আবার আসমান থেকেও অনেক উপরে উঠেছেন।
11. তিনিই কিছু লোককে সাহাবী, কিছু লোককে নবী, কিছু লোককে সুসংবাদ তবলিগকারী এবং কিছু লোককে জামাতের ইমাম ও ওস্তাদ হিসাবে নিযুক্ত করেছেন।
12. তিনি এঁদের নিযুক্ত করেছেন যেন আল্লাহ্র সব বান্দারা তাঁরই সেবা-কাজ করবার জন্য প্রস্তুত হয় এবং এইভাবে মসীহের শরীর গড়ে ওঠে।