ইউহোন্না 1:1-6 Kitabul Mukkadas (MBCL)

1. প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহ্‌র সংগে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ্‌ ছিলেন।

2. আর প্রথমেই তিনি আল্লাহ্‌র সংগে ছিলেন।

3. সব কিছুই সেই কালামের দ্বারা সৃষ্ট হয়েছিল, আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোন কিছুই তাঁকে ছাড়া সৃষ্ট হয় নি।

4. তাঁর মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের নূর।

5. সেই নূর অন্ধকারের মধ্যে জ্বলছে কিন্তু অন্ধকার নূরকে জয় করতে পারে নি।

6. আল্লাহ্‌ ইয়াহিয়া নামে একজন লোককে পাঠিয়েছিলেন।

ইউহোন্না 1