1. আরবা সমভূমির সমস্ত পূর্ব অংশটা সুদ্ধ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত জর্ডান নদীর পূর্ব দিকের আমোরীয়দের বাদশাহ্ সীহোন ও বাশনের বাদশাহ্ উজকে বনি-ইসরাইলরা হারিয়ে দিয়ে তাঁদের এলাকা দখল করে নিয়েছিল।
10-12. জেরুজালেমের বাদশাহ্, হেবরনের বাদশাহ্, যর্মূতের বাদশাহ্, লাখীশের বাদশাহ্, ইগ্লোনের বাদশাহ্, গেষরের বাদশাহ্,
13. দবীরের বাদশাহ্, গেদরের বাদশাহ্,
14. হর্মার বাদশাহ্, অরাদের বাদশাহ্,
15-17. লিব্নার বাদশাহ্, অদুল্লমের বাদশাহ্, মক্কেদার বাদশাহ্, বেথেলের বাদশাহ্, তপূহের বাদশাহ্, হেফরের বাদশাহ্,