আমোস 6:6-11 Kitabul Mukkadas (MBCL)

6. তোমরা পেয়ালা ভরে আংগুর-রস খাও আর সবচেয়ে ভাল খোশবু তেল গায়ে মাখ, কিন্তু তোমরা ইউসুফের, অর্থাৎ ইসরাইলের ধ্বংসের জন্য দুঃখিত হও না।

7. কাজেই যারা বন্দী হয়ে অন্য দেশে যাবে তাদের মধ্যে তোমরাই হবে প্রথম; তখন তোমাদের মেজবানী খাওয়া ও শরীর টান করা শেষ হবে।

8. দীন-দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন নিজের নামেই কসম খেয়ে বলেছেন, “আমি ইয়াকুবের অহংকার এবং তার কেল্লাগুলো ভীষণ ঘৃণা করি; সেইজন্য আমি তোমাদের শহর ও তার মধ্যেকার সব কিছু অন্যের হাতে দিয়ে দেব।”

9. একটা ঘরে দশজন লোক বেঁচে থাকলেও তারা মারা পড়বে।

10. তারপর কোন আত্মীয় লাশগুলো পোড়াবার জন্য সেগুলো ঘর থেকে বের করে নিতে আসবে। ঘরের ভিতরে আর কেউ আছে কি না তা জানবার জন্য সে জিজ্ঞাসা করবে, “তুমি ছাড়া আর কেউ আছে কি?”তখন সেই ঘরের লোক বলবে, “জ্বী না, নেই।”এতে সেই আত্মীয় বলবে, “চুপ কর। এমন কি, মাবুদের নামও নিয়ো না।”

11. যখন মাবুদ হুকুম দেবেন তখন বড় বড় বাড়ী খণ্ড খণ্ড আর ছোট ছোট বাড়ী টুকরা টুকরা করা হবে।

আমোস 6