আমোস 1:9-11 Kitabul Mukkadas (MBCL)

9. মাবুদ বলছেন, “টায়ারের তিনটা গুনাহ্‌, এমন কি, চারটা গুনাহের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ ভাইয়ের সংগে ভাইয়ের চুক্তি অগ্রাহ্য করে সে কতগুলো গ্রামের সমস্ত লোককে বন্দী করে ইদোমের হাতে তুলে দিয়েছে।

10. সেইজন্য আমি টায়ারের দেয়ালের উপরে আগুন পাঠিয়ে দেব; তা তার কেল্লাগুলো পুড়িয়ে ফেলবে।”

11. মাবুদ বলছেন, “ইদোমের তিনটা গুনাহ্‌, এমন কি, চারটা গুনাহের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সমস্ত মায়া-মমতা ত্যাগ করে সে তলোয়ার নিয়ে তার ভাইকে তাড়া করেছে। এছাড়া তার ভয়ংকর রাগ অনবরতই দেখা দিয়েছে আর সে তা পুষে রেখেছে।

আমোস 1