6. তিনি দুনিয়াকে তার জায়গা থেকে নাড়া দেন,তার থামগুলোকে কাঁপিয়ে তোলেন।
7. তিনি নিষেধ করলে সূর্য আলো দেয় নাআর তারাগুলো আলো দেওয়া বন্ধ করে।
8. তিনিই আসমানকে বিছিয়ে দেনআর সাগরের ঢেউয়ের উপর দিয়ে হাঁটেন।
9. তিনি সপ্তর্ষি, কালপুরুষ, কৃত্তিকাআর দক্ষিণ দিকের তারাগুলোর সৃষ্টিকর্তা।
10. তিনি এমন সব মহৎ কাজ করেন যা বোঝা যায় নাআর এমন কেরামতী দেখান যার সংখ্যা গোণা যায় না।