আইয়ুব 9:30-33 Kitabul Mukkadas (MBCL)

30. আমি যদি সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলিআর ক্ষার দিয়েও হাত পরিষ্কার করি,

31. তবুও তুমি কাদার গর্তে আমাকে ডুবিয়ে দেবে;তাতে আমার কাপড়-চোপড়ও আমাকে ঘৃণা করবে।

32. “তিনি তো আমার মত একজন মানুষ নন যে,তাঁর কথার জবাব দেব বা আদালতে তাঁর মুখোমুখি হব।

33. আহা, যদি এমন কেউ থাকতেনযিনি আমাদের মধ্যে সালিশ করে দিতে পারেনএবং যাঁর কথা আমরা দু’জনেই মেনে নিতে পারি;

আইয়ুব 9