আইয়ুব 9:1-7 Kitabul Mukkadas (MBCL)

1. জবাবে আইয়ুব বললেন,

2. “ঠিক কথা, আমি জানি এ সবই সত্যি।কিন্তু আল্লাহ্‌র চোখে কেমন করে মানুষ নির্দোষ হতে পারে?

3. কেউ যদি তাঁর সংগে তর্কাতর্কি করতে চায়,তবে তিনি হাজারটা প্রশ্ন করলেওসে একটারও জবাব দিতে পারবে না।

4. তাঁর জ্ঞান গভীর, তাঁর শক্তি অসীম;কে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা পেয়েছে?

5. তিনি হঠাৎ পাহাড়-পর্বতকে সরিয়ে দেন,রাগে সেগুলোকে ধ্বংস করেন;

6. তিনি দুনিয়াকে তার জায়গা থেকে নাড়া দেন,তার থামগুলোকে কাঁপিয়ে তোলেন।

7. তিনি নিষেধ করলে সূর্য আলো দেয় নাআর তারাগুলো আলো দেওয়া বন্ধ করে।

আইয়ুব 9