আইয়ুব 8:9-14 Kitabul Mukkadas (MBCL)

9. আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না;দুনিয়ার উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়।

10. তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে;তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।

11. “জলাভূমি না হলে নল বড় হতে পারে না;পানি না পেলে খাগ্‌ড়া বেড়ে উঠতে পারে না।

12. বেড়ে উঠবার সময় যখন সেগুলো কাটা হয় না,তখন পানি না পেলে তা ঘাসের চেয়েও তাড়াতাড়ি শুকিয়ে যায়।

13. যারা আল্লাহ্‌কে ভুলে যায় তাদের দশা তা-ই হয়;আল্লাহ্‌র প্রতি ভয়হীনদের আশা ঐভাবে ধ্বংস হয়।

14. যার উপর সে ভরসা করে তা শক্ত নয়,তা মাকড়সার জাল মাত্র।

আইয়ুব 8