আইয়ুব 7:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. “এই দুনিয়াতে মানুষকে কঠিন পরিশ্রম করতে হয়,সে মজুরের মত দিন কাটায়।

2. গোলাম যেমন সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করে,মজুর যেমন তার মজুরির জন্য আশা করে থাকে,

3. তেমনি করেই মাসের পর মাস নিষ্ফলতা আমার ভাগে পড়েছে;আমি রাতের পর রাত কেবল দুঃখ পেয়েছি।

4. শোবার সময় আমি ভাবি, আমি কখন উঠব?কিন্তু রাত বড় হয়, আর আমি সকাল পর্যন্ত এপাশ-ওপাশ করি।

আইয়ুব 7