আইয়ুব 6:20-24 Kitabul Mukkadas (MBCL)

20. তারা নিশ্চিত ছিল বলেই কষ্ট পায়;সেখানে এসে তারা নিরাশ হয়।

21. তোমরাও তেমনি আমাকে কোন সাহায্য করতে পার না;আমার ভয়ংকর অবস্থা দেখে তোমরা ভয় পেয়েছ।

22. আমি কি কখনও বলেছি, ‘আমাকে কিছু দাও,তোমাদের ধন থেকে আমাকে উপহার দাও,

23. শত্রুর হাত থেকে আমাকে রক্ষা কর,মূল্য দিয়ে নিষ্ঠুরদের থাবা থেকে আমাকে মুক্ত কর?’

24. “আমাকে শিক্ষা দাও, আমি চুপ করে থাকব;কোথায় আমার ভুল তা আমাকে দেখিয়ে দাও।

আইয়ুব 6