আইয়ুব 5:6-11 Kitabul Mukkadas (MBCL)

6. মাটি থেকে কষ্ট উঠে আসে না,কিংবা জমি থেকে দুঃখ গজায় না।

7. যেমন সত্যি যে আগুনের ফুল্‌কি উপরের দিকে ওঠে,তেমনি সত্যি যে, মানুষ কষ্ট পাবার জন্যই জন্মে।

8. “কিন্তু আমি হলে আল্লাহ্‌র সাহায্য চাইতাম,তাঁর কাছে আমার মামলাটা তুলে ধরতাম।

9. তিনি এমন সব মহৎ কাজ করেনযার গভীরতা মাপা যায় না;তিনি এমন সব কেরামতী দেখানযা গুণে শেষ করা যায় না।

10. তিনি দুনিয়াতে বৃষ্টি দান করেনআর জমির উপর পানি পাঠিয়ে দেন।

11. নীচু অবস্থার লোকদের তিনি উঁচুতে তোলেন;যারা শোক করে তাদের তিনি নিরাপদে রাখেন।

আইয়ুব 5