আইয়ুব 5:14-21 Kitabul Mukkadas (MBCL)

14. দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে;দুপুরে তারা রাতের বেলার মত হাত্‌ড়ে বেড়ায়।

15. তিনি ধারালো জিভের হাত থেকে অভাবীদের বাঁচান;শক্তিশালীদের মুঠো থেকে তাদের রক্ষা করেন।

16. সেইজন্য অসহায় লোকেরা আশায় বুক বাঁধে,আর অবিচার বন্ধ হয়ে যায়।

17. “মোবারক সেই লোক, যাকে আল্লাহ্‌ সংশোধন করেন।কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ কোরো না,

18. কারণ তিনি ক্ষত করেন, আবার তা বেঁধেও দেন;তিনি আঘাত করেন, আবার তাঁর হাতই তা সুস্থ করে।

19. ছয়টা বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন,সাতটা বিপদের সময় তোমার কোন ক্ষতি হবে না।

20. দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করবেন,আর যুদ্ধের সময় রক্ষা করবেন তলোয়ারের আঘাত থেকে।

21. জিভের আঘাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন;বিপদ আসলে তুমি ভয় পাবে না।

আইয়ুব 5