আইয়ুব 42:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. আইয়ুব তখন জবাবে মাবুদকে বললেন,

2. “আমি জানি তুমি সব কিছুই করতে পার;তোমার কোন পরিকল্পনাই নিষ্ফল হয় না।

3. তুমি জিজ্ঞাসা করেছিলে, ‘এ কে,যে না বুঝে আমার উদ্দেশ্যকে গোপন করে রাখে?’এই কথা ঠিক যে, আমি যা বুঝি নিসেই বিষয় নিয়ে কথা বলেছিলাম;তা এত আশ্চর্য যে, আমার বুঝবার নাগালের বাইরে।

আইয়ুব 42