আইয়ুব 41:7-12 Kitabul Mukkadas (MBCL)

7. তুমি কি তার চামড়া কোঁচ দিয়েকিংবা তার মাথা টেটা দিয়ে বিঁধতে পার?

8. তুমি যদি তাকে ধরতে যাওতবে যে যুদ্ধ হবে তা তুমি কখনও ভুলবে না;তুমি আর কখনও তা করতে যাবে না।

9. তাকে দমন করবার সব আশাই মিথ্যা;তাকে দেখামাত্রই লোকে সাহস হারায়।

10. তাকে জাগাতে পারে এমন সাহসী কেউ নেই;তাহলে আমার সামনে কে দাঁড়াতে পারে?

11. আমার বিরুদ্ধে কার দাবি আছে যে,তার দাবি আমাকে মানতে হবে?আকাশের নীচে যা কিছু আছে সবই তো আমার।

12. “লিবিয়াথনের শরীরের অংশগুলোর কথা আমি বলব,তার শক্তি ও তার শরীরের গঠনের কথা বলব।

আইয়ুব 41