19. তার মুখ থেকে আগুনের শিখা বের হয়ে আসে;তা থেকে আগুনের ফুল্কি ছুটে বের হয়।
20. নল-খাগড়ার আগুনে গরম পাত্র থেকে যেমন ধোঁয়া বের হয়তেমনি ধোঁয়া বের হয় তার নাক থেকে।
21. তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠেআর মুখ থেকে আগুনের শিখা বের হয়।
22. তার ঘাড়ে শক্তি থাকে;ভীষণ ভয় তার আগে আগে চলে।
23. তার মাংসপেশীগুলো শক্তভাবে যুক্ত;সেগুলো শক্তভাবে থাকে, নড়ে না।