আইয়ুব 40:5-11 Kitabul Mukkadas (MBCL)

5. আমি একবার কথা বলেছি, কিন্তু জবাব দেবার আমার কিছু নেই;দু’বার বলেছি, কিন্তু আর বলব না।”

6. তখন মাবুদ ঝড়ের মধ্য থেকে আইয়ুবকে বললেন,

7. “তুমি বীরের মত কোমর বাঁধ;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে জবাব দেবে।

8. তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে?তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?

9. তোমার কি আল্লাহ্‌র মত শক্তি আছে?তোমার গলার আওয়াজ কি তাঁর গর্জনের মত?

10. তাহলে নিজেকে সাজাও দেখি গৌরব ও মহিমায়,আর পরাও নিজেকে সম্মান ও মর্যাদার পোশাক।

11. তোমার ভয়ংকর গজব ঢেলে দাও;প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।

আইয়ুব 40