আইয়ুব 4:17-21 Kitabul Mukkadas (MBCL)

17. ‘কোন মানুষ কি আল্লাহ্‌র চোখে নির্দোষ হতে পারে?তার সৃষ্টিকর্তার চোখে কি সে খাঁটি হতে পারে?

18. আল্লাহ্‌ যদি তাঁর গোলামদেরও বিশ্বাস না করেনআর ভুলের জন্য তাঁর ফেরেশতাদের দোষী করেন,

19. তবে যারা মাটির ঘরে বাস করে,যাদের ভিত্তি হল ধুলা,যাদের পোকার মত সহজে পিষে ফেলা যায়,তারা আল্লাহ্‌র চোখে আরও কত না বেশী দোষী হবে!

20. সকাল থেকে সন্ধ্যার মধ্যেই তারা চুরমার হয়,চোখের আড়ালেই তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়।

21. তাদের সব কিছু তাম্বুর মত তুলে ফেলা হয়,আর তারা জ্ঞানহীন অবস্থায় মারা যায়।’

আইয়ুব 4