আইয়ুব 38:5-12 Kitabul Mukkadas (MBCL)

5. তুমি কি জান কে তার পরিমাণ ঠিক করেছে?কে তার উপর মাপের দড়ি ধরেছে?

6. কিসের উপর দুনিয়ার থামগুলো স্থাপন করা হয়েছিল?আর তার কোণের পাথরটাই বা কে স্থাপন করেছিল?

7. তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিলআর ফেরেশতারা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল।

8. “যখন দুনিয়ার গর্ভ থেকে সমুদ্র বের হয়ে এসেছিলতখন কে তাকে দরজা দিয়ে বন্ধ করেছিল?

9. তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম,আর তাকে ঘন অন্ধকারে জড়িয়ে দিয়েছিলাম।

10. আমি তার সীমা ঠিক করে দিয়েছিলাম;তার দরজা ও আগল আমি স্থাপন করেছিলাম।

11. আমি বলেছিলাম, ‘এই পর্যন্ত, আর নয়;এখানে তোমার গর্বিত ঢেউগুলোকে থামতে হবে।’

12. “তুমি কি কখনও সকালকে হুকুম দিয়েছকিংবা ভোরকে তার পথ দেখিয়ে দিয়েছ,

আইয়ুব 38