3. তুমি বীরের মত কোমর বাঁধ;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে জবাব দেবে।
4. আমি দুনিয়ার ভিত্তি স্থাপন করবার সময় তুমি কোথায় ছিলে?যদি তোমার বুদ্ধি থাকে তবে বল।
5. তুমি কি জান কে তার পরিমাণ ঠিক করেছে?কে তার উপর মাপের দড়ি ধরেছে?
6. কিসের উপর দুনিয়ার থামগুলো স্থাপন করা হয়েছিল?আর তার কোণের পাথরটাই বা কে স্থাপন করেছিল?
39-40. “যখন সিংহেরা গর্তের মধ্যে শুয়ে থাকেকিংবা ঘন ঝোপে ওৎ পেতে থাকে,তখন সিংহীর জন্য কি তুমি শিকারের খোঁজ করআর খিদের সময় সিংহকে খাবার দাও?