আইয়ুব 38:24-28 Kitabul Mukkadas (MBCL)

24. যে জায়গা থেকে আলো ছড়িয়ে যায়,কিংবা যেখান থেকে দুনিয়াতে পূবের বাতাস ছড়িয়ে পড়েসেই জায়গা কোথায়?

25. ভারী বৃষ্টি আসবার জন্য এবং বাজ পড়া ও ঝড়-বৃষ্টির জন্যকে পথ করেছে,

26. যাতে জনশূন্য জায়গা পানি পায়,পানি পায় মরুভূমি যেখানে কেউ বাস করে না;

27. যাতে নির্জন পোড়ো জায়গা তৃপ্ত হয়,আর সেখানে ঘাস গজাতে পারে?

28. বৃষ্টির কি পিতা আছে?কে শিশিরের ফোঁটার জন্ম দিয়েছে?

আইয়ুব 38