আইয়ুব 37:8-17 Kitabul Mukkadas (MBCL)

8. তখন পশুরা আশ্রয় নেয়;তারা তাদের গর্তে ঢোকে।

9. ঝড় তার ঘর থেকে বের হয়ে আসে,বাতাস ঠাণ্ডা বয়ে আনে।

10. আল্লাহ্‌র নিঃশ্বাস থেকে বরফ জন্মায়আর পানি জমে যায়।

11. তিনি ঘন মেঘে পানি ভরেন;তাঁর বিদ্যুৎকে তিনি মেঘের মধ্য দিয়ে ছড়িয়ে দেন।

12. তাঁর নির্দেশে মেঘগুলো ঘুরে বেড়ায়,তাঁর হুকুম পালনের জন্য তারা গোটা দুনিয়ায় ঘুরে বেড়ায়।

13. মানুষকে শাস্তি দেবার জন্য,কিংবা তাঁর দুনিয়াকে পানি দেবার জন্য,কিংবা তাঁর মহব্বত দেখাবার জন্যতিনি বৃষ্টি আনেন।

14. “আইয়ুব, আপনি এই কথা শুনুন;স্থির হয়ে আল্লাহ্‌র কেরামতীর কথা ভাবুন।

15. আপনি কি জানেন কেমন করে আল্লাহ্‌ মেঘকে দমনে রাখেনআর তাঁর বিদ্যুৎকে চম্‌কাতে দেন?

16. আপনি কি জানেন কেমন করে মেঘ ঝুলে থাকে?যিনি জ্ঞানে পরিপূর্ণ তাঁর কেরামতী কি আপনি জানেন?

17. দখিনা বাতাসে যখন দেশ নীরব হয়ে যায়তখন আপনি তো আপনার কাপড়-চোপড়ে গরম বোধ করেন।

আইয়ুব 37