আইয়ুব 37:5-9 Kitabul Mukkadas (MBCL)

5. আল্লাহ্‌ আশ্চর্যভাবে গর্জন করেন;তিনি এমন মহৎ মহৎ কাজ করেন যা আমরা বুঝতে পারি না।

6. তিনি তুষারকে বলেন, ‘দুনিয়াতে পড়,’আর বৃষ্টিকে বলেন, ‘মুষলধারে পড়।’

7. প্রত্যেক মানুষকে তাঁর কাজ থেকে তিনি থামিয়ে দেন,যেন সব মানুষ তাঁর কাজের বিষয় জানতে পারে।

8. তখন পশুরা আশ্রয় নেয়;তারা তাদের গর্তে ঢোকে।

9. ঝড় তার ঘর থেকে বের হয়ে আসে,বাতাস ঠাণ্ডা বয়ে আনে।

আইয়ুব 37