আইয়ুব 34:6-12 Kitabul Mukkadas (MBCL)

6. আমি ঠিক কথা বললেও আমাকে মিথ্যাবাদী মনে করা হয়েছে;বিনা দোষে আমি এমন আঘাত পেয়েছি যা ভাল হয় না।’

7. আইয়ুবের মত কেউ আছে কিযিনি পানির মত করে ঠাট্টা-বিদ্রূপ খেয়েছেন?

8. যারা খারাপ কাজ করে তিনি তাদের সংগে চলেন;তিনি দুষ্ট লোকদের সংগী হন।

9. তিনি বলেন, ‘আল্লাহ্‌কে সন্তুষ্ট করেমানুষের কোন লাভই হয় না।’

10. “কাজেই হে বুদ্ধিমান লোকেরা, আমার কথা শুনুন।আল্লাহ্‌ যে খারাপ কাজ করেন,সর্বশক্তিমান যে অন্যায় করেন তা দূরে থাকুক।

11. তিনি মানুষকে তার কাজের ফল দেন;তার আচার-ব্যবহার অনুসারে তিনি তার পাওনা দেন।

12. আল্লাহ্‌ কখনও খারাপ কাজ করেন না,সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না।

আইয়ুব 34