আইয়ুব 34:18-24 Kitabul Mukkadas (MBCL)

18. তিনি তো বাদশাহ্‌দের বলেন, ‘তোমরা অপদার্থ,’আর প্রধান লোকদের বলেন, ‘তোমরা দুষ্ট।’

19. তিনি শাসনকর্তাদের পক্ষ নেন না,গরীবদের ফেলে ধনীদের বড় মনে করেন না,কারণ তারা সবাই তাঁরই হাতের কাজ।

20. তারা হঠাৎ মারা যায়, মারা যায় মাঝরাতে;তাদের নাড়ানো হলে তারা ধ্বংস হয়;কেউ কিছু না করলেও শক্তিমানেরা মারা যায়।

21. “মানুষের চলাফেরার উপর আল্লাহ্‌র চোখ আছে;তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন।

22. এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেইযেখানে খারাপ কাজ করা লোকেরা লুকাতে পারে।

23. মানুষের বিচারের জন্য আল্লাহ্‌র কোন খোঁজ নেবার দরকার নেই;

24. তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেনআর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন।

আইয়ুব 34