আইয়ুব 33:14-19 Kitabul Mukkadas (MBCL)

14. আসলে আল্লাহ্‌ নানাভাবে কথা বলেনযদিও মানুষ তা বুঝতে পারে না।

15. স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে,বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়,

16. তখন তিনি তাদের কানে কানে কথা বলেনআর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান,

17. যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরেআর অহংকার থেকে দূরে থাকে।

18. তিনি এইভাবে কবর থেকে তার প্রাণ,মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।

19. মানুষ রোগের দরুন যন্ত্রণা পেয়ে শাস্তি পায়;তার হাড়ের মধ্যে সব সময় কষ্ট হয়।

আইয়ুব 33