আইয়ুব 32:5-10 Kitabul Mukkadas (MBCL)

5. পরে ঐ তিনজন লোকের জবাব দেবার আর কিছু নেই দেখে তিনি রাগে জ্বলে উঠলেন।

6. সেইজন্য বারখেলের ছেলে ইলীহূ বললেন,“আমার বয়স কম, কিন্তু আপনারা বুড়ো হয়েছেন,কাজেই আমার মতামত প্রকাশ করতে আমি সাহস করি নি,ভয় করেছিলাম।

7. আমি ভেবেছিলাম, যাঁদের বয়স বেশী তাঁরাই কথা বলুন,তাঁরাই জ্ঞান শিক্ষা দিন যাঁদের অনেক বছর পার হয়ে গেছে।

8. সত্যিই মানুষের মধ্যে রূহ্‌ আছে,আর সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুঝবার শক্তি দেয়।

9. কেবল বুড়ো লোকেরাই যে জ্ঞানবান তা নয়,যাঁদের বয়স বেশী কেবল তাঁরাই যে সঠিক বিষয় বোঝেন তা নয়।

10. “সেইজন্য আমি বলছি, আমার কথা শুনুন;আমিও আমার মতামত প্রকাশ করব।

আইয়ুব 32