আইয়ুব 31:28-32 Kitabul Mukkadas (MBCL)

28. তাহলে এগুলোও হল শাস্তি পাবার মত গুনাহ্‌,কারণ তাতে আমি বেহেশতের আল্লাহ্‌কে অস্বীকার করেছি।

29. “আমার শত্রুর দুর্ভাগ্যে আমি আনন্দ করি নিকিংবা তার কষ্টের সময়ে খুশী হই নি।

30. তার প্রাণের বিরুদ্ধে বদদোয়ার কথা বলেআমার মুখকে আমি গুনাহ্‌ করতে দিই নি।

31. আমার ঘরের লোকেরা তো এই কথাই বলত,‘হুজুরের দেওয়া গোশ্‌তে কে না পেট ভরেছে?’

32. কোন বিদেশীকে রাস্তায় রাত কাটাতে হয় নি,কারণ যাত্রীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকত।

আইয়ুব 31