আইয়ুব 31:16-22 Kitabul Mukkadas (MBCL)

16. “আমি যদি গরীবদের অভাব না মিটিয়ে থাকি,কিংবা বিধবাদের নিরাশ করে থাকি,

17. যদি আমার খাবার আমি এতিমদের না দিয়ে একা খেয়ে থাকি-

18. অবশ্য আমার অল্প বয়স থেকেই তাদের আমি আব্বার মত পালন করেছিআর আমার জন্মের পর থেকেই বিধবাদের দেখাশোনা করেছি-

19. যদি আমি কাউকে কাপড়-চোপড়ের অভাবে মরতে দেখে থাকিকিংবা অভাবী লোককে উলংগ দেখে থাকি,

20. ভেড়ার লোমের কাপড় দিয়ে তাকে গরমে রেখেছি বলেযদি তার দিল আমার প্রশংসা না করে থাকে,

21. বিচার-সভায় আমার ক্ষমতা আছে বলেআমি যদি এতিমদের গায়ে হাত তুলে থাকি,

22. তাহলে কাঁধ থেকে আমার হাত যেন খসে পড়ে,হাড়ের জোড়া থেকে যেন তা ভেংগে পড়ে,

আইয়ুব 31