আইয়ুব 29:10-16 Kitabul Mukkadas (MBCL)

10. নেতাদের গলার আওয়াজ থেমে যেত,আর তাদের জিভ্‌ তালুতে আট্‌কে যেত।

11. যারা আমার কথা শুনত তারা আমাকে মোবারক বলত,আর যারা আমাকে দেখত তারা আমার প্রশংসা করত,

12. কারণ সাহায্যের জন্য যে গরীবেরা কাঁদতআর যে এতিমদের সাহায্যকারী কেউ ছিল না,তাদের আমি রক্ষা করতাম।

13. মরে যাচ্ছে এমন লোকও আমার প্রশংসা করত;বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।

14. সততা আমি কাপড়ের মত পরতাম,আর সততা আমাকে তার বশে রাখত;

15. আমি ছিলাম অন্ধদের চোখ আর খোঁড়াদের পা।

16. আমি অভাবীদের আব্বার মত ছিলাম,আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।

আইয়ুব 29