আইয়ুব 28:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. খনির গোপন পথ শকুন জানে না,কোন বাজপাখীর চোখ তা দেখে নি;

8. কোন হিংস্র পশু সেখানে পা রাখে নি,কোন সিংহও সেখানে যায় নি।

9. সেই কঠিন পাথরে মানুষই হাত দেয়আর পাহাড়ের গোড়ায় গভীরভাবে খোঁড়ে।

10. সে পাহাড়ের মধ্য দিয়ে সুড়ংগ কাটে;সেখানকার সব মূল্যবান জিনিস তার চোখে পড়ে।

11. সে ঝর্ণার পানি পড়া বন্ধ করেআর লুকানো জিনিসগুলো আলোতে আনে।

আইয়ুব 28