আইয়ুব 28:17-28 Kitabul Mukkadas (MBCL)

17. সোনা কিংবা দামী কাঁচের সংগেও তার তুলনা হয় না,সোনার পাত্রের বদলেও তা পাওয়া যায় না।

18. তার কাছে প্রবাল ও স্ফটিকেরও দাম নেই;পদ্মরাগমণির চেয়েও জ্ঞানের মূল্য বেশী।

19. তার সংগে ইথিওপিয়া দেশের পোখরাজমণিরও তুলনা হয় না;খাঁটি সোনা দিয়ে তা কেনা যায় না।

20. “তাহলে জ্ঞান কোথা থেকে আসে?আর বুদ্ধিই বা কোথায় থাকে?

21. সমস্ত প্রাণীর চোখের কাছ থেকে তা লুকানো আছে,এমন কি, আকাশের পাখীদের কাছ থেকেও তা গোপন আছে।

22. দোজখ ও মৃত্যু বলে, ‘তার একটুখানি উড়ো খবরআমাদের কানে এসে পৌঁছেছে।’

23. “আল্লাহ্‌ তার পথ বুঝতে পারেন;তিনিই কেবল জানেন তা কোথায় থাকে,

24. কারণ তিনি দুনিয়ার শেষ সীমাও দেখেন;আসমানের নীচের সব কিছুই তাঁর চোখে পড়ে।

25. তিনি যখন বাতাসে শক্তি যোগালেনআর পানির পরিমাণ ঠিক করলেন,

26. যখন তিনি বৃষ্টির জন্য নিয়মের ব্যবস্থা করলেনআর বাজ পড়া ও বিদ্যুৎ চম্‌কাবার পথ ঠিক করলেন,

27. তখন তিনি জ্ঞানকে দেখলেন এবং তা মাপলেন;তিনি তা ভাল করে দেখলেন এবং তাঁর খোঁজ-খবর নিলেন।

28. তারপর তিনি মানুষকে বললেন,‘দীন-দুনিয়ার মালিকের প্রতি ভয়ই হল জ্ঞান,আর খারাপ থেকে সরে যাওয়াই হল বুদ্ধি।’॥ঃযং ”

আইয়ুব 28