আইয়ুব 27:7-14 Kitabul Mukkadas (MBCL)

7. “আমার শত্রুরা দুষ্টদের মত হোক;আমার বিপক্ষেরা অন্যায়কারীর মত হোক।

8. আল্লাহ্‌ যখন তাঁর প্রতি ভয়হীনদের শেষ করে দেন,তখন তাদের আর কোন আশাই থাকে না।

9. তাদের উপর কষ্ট আসলে কি আল্লাহ্‌ তাদের কান্না শোনেন?

10. তারা কি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ পায়?তারা কি সব সময় আল্লাহ্‌কে ডাকে?

11. আল্লাহ্‌র ক্ষমতার বিষয় আমি তোমাদের শিক্ষা দেব;সর্বশক্তিমানের বিষয় আমি গোপন করে রাখব না।

12. তোমরা তো সবাই এই সব দেখেছ,তাহলে এই অসার কথাবার্তা বলছ কেন?

13. “আল্লাহ্‌ দুষ্টদের ভাগ্যে যা রেখেছেন,সর্বশক্তিমানের কাছ থেকে নিষ্ঠুর লোকেরা যে অধিকার পায় তা এই:

14. তাদের ছেলেমেয়ে অনেক হলেও তাদের জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু;তাদের সন্তানেরা কখনও যথেষ্ট খাবার পাবে না।

আইয়ুব 27