আইয়ুব 23:5-8 Kitabul Mukkadas (MBCL)

5. তখন তিনি আমাকে কি জবাব দিতেন তা জানতে পারতাম,আর যা বলতেন তা বুঝতে পারতাম।

6. তিনি কি মহাশক্তিতে আমার সংগে তর্ক করতেন?না, তিনি আমার প্রতি মনোযোগ দিতেন।

7. তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত;আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্যআমি উদ্ধার পেতে পারতাম।

8. “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে তিনি নেই;যদি পশ্চিমে যাই সেখানেও তাঁকে খুঁজে পাওয়া যায় না।

আইয়ুব 23