আইয়ুব 22:15-22 Kitabul Mukkadas (MBCL)

15. অন্যায়কারীরা যে পথে চলেছেতুমি কি সেই পুরানো পথেই চলবে?

16. অসময়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে;বন্যায় তাদের ভিত্তি ধুয়ে নিয়ে গেছে।

17-18. যদিও ভাল ভাল জিনিস দিয়ে তিনিই তাদের বাড়ী পূর্ণ করেছেন,তবুও তারা আল্লাহ্‌কে বলেছিল, ‘তুমি দূর হও।সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে?’কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।

19. তাদের ধ্বংস দেখে সৎ লোকেরা আনন্দ করে;নির্দোষ লোকেরা তাদের ঠাট্টা করে বলে,

20. ‘আমাদের শত্রুরা সত্যিই ধ্বংস হয়ে গেছে,তাদের ধন-সম্পদ আগুনে গ্রাস করেছে।’

21. “তুমি আল্লাহ্‌র কথায় রাজী হও,তাঁর বিরুদ্ধে শত্রুভাব রেখো না;তাহলে তোমার ভাল হবে।

22. তাঁর মুখ থেকে উপদেশ গ্রহণ কর,আর তাঁর কালাম তোমার দিলে রাখ।

আইয়ুব 22