আইয়ুব 21:13-17 Kitabul Mukkadas (MBCL)

13. তারা সফলতার সংগে তাদের দিন কাটায়আর শান্তিতেই কবরে নেমে যায়।

14. তবুও তারা আল্লাহ্‌কে বলে, ‘আমাদের কাছ থেকে তুমি দূর হও;তোমার পথ জানবার ইচ্ছা আমাদের মোটেই নেই।

15. সেই সর্বশক্তিমান কে যে, আমরা তার এবাদত করব?তার কাছে মুনাজাত করলে আমাদের কি লাভ হবে?’

16. কিন্তু তাদের সফলতা তো তাদের নিজেদের হাতে নয়,তাই আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।

17. “আসলে কি দুষ্টদের বাতি নিভে যায়?কতবারই বা তাদের উপর বিপদ আসে?কতবার আল্লাহ্‌ রাগে তাদের শাস্তি দেন?

আইয়ুব 21