আইয়ুব 20:21-29 Kitabul Mukkadas (MBCL)

21. গ্রাস করবার মত তার আর কিছুই বাকী থাকবে না;তার সৌভাগ্য স্থায়ী হবে না।

22. তার প্রচুর থাকার সময়েও সে কষ্টে পড়বে;দুঃখ তার পুরো শক্তি নিয়ে তার উপর আসবে।

23. তার পেট ভরবার সময়েআল্লাহ্‌ তাঁর জ্বলন্ত গজব তার উপরে ঢেলে দেবেন,তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে।

24. যদি সে লোহার অস্ত্রের হাত থেকে পালায়,তবে ব্রোঞ্জের ধনুক থেকে তীর তাকে বিঁধবে।

25. সেই চক্‌চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে,সে তার শরীর থেকে তা টেনে বের করবে।নানা রকম ভয় তার উপর আসবে।

26. তার ধনের জন্য পরিপূর্ণ অন্ধকার অপেক্ষা করে আছে।যে আগুন মানুষ লাগায় নি সেই আগুন তাকে পুড়িয়ে ফেলবেআর তার তাম্বুর বাকী সবাইকে গ্রাস করবে।

27. আসমান তার অন্যায় প্রকাশ করে দেবে;দুনিয়া তার বিরুদ্ধে উঠবে।

28. বন্যায় তার ঘরের সব কিছু নিয়ে যাবে,আল্লাহ্‌র রাগের দিনে তা সম্পূর্ণভাবে ধুয়ে নিয়ে যাবে।

29. আল্লাহ্‌ দুষ্টদের জন্য ঐ রকম অবস্থাই ঠিক করে রাখেন;ওটাই হল তাদের জন্য আল্লাহ্‌র দেওয়া অধিকার।”

আইয়ুব 20