আইয়ুব 20:15-20 Kitabul Mukkadas (MBCL)

15. যে ধন-সম্পদ সে গিলেছিল তা সে বমি করে ফেলে দেবে;আল্লাহ্‌ তার পেট থেকে তা বের করে ফেলবেন।

16. সে সাপের বিষ চুষবে;সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে।

17. দই আর মধুর স্রোত সে আর দেখতে পাবে না।

18. যার জন্য সে পরিশ্রম করেছে তা ভোগ না করেইফিরিয়ে দিতে হবে;ব্যবসার লাভও সে আর ভোগ করবে না;

19. কারণ সে গরীবদের জুলুম ও অবহেলা করেছে,আর যে বাড়ী-ঘর সে নিজে তৈরী করে নি তা দখল করে নিয়েছে।

20. “সে সব সময় লোভ করে,সেইজন্য সে কিছুই রক্ষা করতে পারবে না।

আইয়ুব 20