আইয়ুব 18:2-7 Kitabul Mukkadas (MBCL)

2. “তোমার এই সব কথা বলা কখন শেষ হবে?তুমি ঠিকভাবে চিন্তা কর, তাহলে আমরা কথা বলতে পারব।

3. আমাদের কেন পশুর মত মনে করছ?তোমার চোখে কেন আমরা বুদ্ধিহীন হয়েছি?

4. তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ;তোমার জন্য কি দুনিয়া ত্যাগ করতে হবে?নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে?

5. “দুষ্টের বাতি নিভিয়ে ফেলা হবে;তার আগুনের শিখা জ্বলবে না।

6. তার তাম্বুর মধ্যে আলো অন্ধকার হবে;তার কাছে রাখা বাতি নিভে যাবে।

7. তার চলবার শক্তি দুর্বল হবে;তার দেওয়া পরামর্শই তাকে নীচে ফেলে দেবে।

আইয়ুব 18