8. তুমি আমার শরীর শুকিয়ে ফেলেছ,আর সেটাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়েছে;আমার শুকনা চেহারাই আমার বিরুদ্ধে সাক্ষি দিচ্ছে।
9. আল্লাহ্ আমাকে ভীষণভাবে আক্রমণ করেছেনএবং রাগে আমাকে ছিঁড়ে ফেলেছেন;তিনি আমাকে দেখে দাঁতে দাঁত ঘষেছেন;আমার বিপক্ষ আমার বিরুদ্ধে চোখ রাংগিয়েছেন।
10. আমাকে ঠাট্টা করবার জন্যই লোকে মুখ খোলে;ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারেআর আমার বিরুদ্ধে একসংগে জমায়েত হয়।