আইয়ুব 16:4-8 Kitabul Mukkadas (MBCL)

4. তোমাদের অবস্থা যদি আমার মত হততবে আমিও তোমাদের মত কথা বলতে পারতাম,তোমাদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতামআর তোমাদের দেখে মাথাও নাড়াতে পারতাম।

5. কিন্তু আমি তা করতাম না, বরং আমার মুখ তোমাদের উৎসাহ দিত;আমার মুখের সান্ত্বনার কথা তোমাদের আরাম দিত।

6. “কথা বললেও আমার যন্ত্রণা কমে না;চুপ করে থাকলেও তা দূর হয় না।

7. হে আল্লাহ্‌, তুমি তো আমাকে ক্ষয় হতে দিয়েছ;আমার গোটা সংসারটাকে তুমি ধ্বংস করে ফেলেছ।

8. তুমি আমার শরীর শুকিয়ে ফেলেছ,আর সেটাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়েছে;আমার শুকনা চেহারাই আমার বিরুদ্ধে সাক্ষি দিচ্ছে।

আইয়ুব 16