আইয়ুব 15:23-26 Kitabul Mukkadas (MBCL)

23. সে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়আর জিজ্ঞাসা করে তা কোথায়।সে জানে যে, অন্ধকারের দিনটা কাছে এসে গেছে।

24. দুর্দশা ও মনের কষ্ট তাকে ভয় দেখায়আর শক্তিশালী বাদশাহ্‌র মতই তাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়,

25. কারণ সে আল্লাহ্‌কে ঘুষি দেখায়আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে।

26. মোটা ও শক্ত ঢাল নিয়েঘাড় শক্ত করে সে আল্লাহ্‌র বিরুদ্ধে এগিয়ে যায়।

আইয়ুব 15