আইয়ুব 15:18-25 Kitabul Mukkadas (MBCL)

18. জ্ঞানী লোকেরা তা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেনআর তা সবই প্রকাশ করেছিলেন।

19. কেবল তাঁদের হাতেই দেশটা দেওয়া হয়েছিল,কোন বিদেশী তাঁদের জ্ঞানে ভেজাল দেয় নি।

20. দুষ্ট লোক সারা জীবন যন্ত্রণা ভোগ করে;নিষ্ঠুরেরা যতদিন বেঁচে থাকবে ততদিনই যন্ত্রণা ভোগ করবে।

21. তার কানে ভয় জাগানো শব্দ ঢুকবে;যখন সব কিছুই ভাল চলছে বলে মনে হবেতখন লুটেরারা তাকে আক্রমণ করবে।

22. তার কোন আশা নেই যে, সে অন্ধকার থেকে পালিয়ে আসতে পারবে;তার জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু।

23. সে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়আর জিজ্ঞাসা করে তা কোথায়।সে জানে যে, অন্ধকারের দিনটা কাছে এসে গেছে।

24. দুর্দশা ও মনের কষ্ট তাকে ভয় দেখায়আর শক্তিশালী বাদশাহ্‌র মতই তাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়,

25. কারণ সে আল্লাহ্‌কে ঘুষি দেখায়আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে।

আইয়ুব 15