আইয়ুব 14:9-17 Kitabul Mukkadas (MBCL)

9. তবুও পানির গন্ধ পেলে তা আবার গজায়;নতুন চারার মতই আবার তার ডালপালা বের হয়।

10. কিন্তু মানুষ মরলে সে শেষ হয়ে যায়;সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোথায় যায়?

11. হ্রদের জল যেমন শুকিয়ে যায়আর নদী যেমন মরে যায়,

12. তেমনি মানুষ মরলে আর ওঠে না;আসমান শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে আর জাগবে না,সে মরণ-ঘুম থেকে জেগে উঠবে না।

13. “আহা, তুমি যদি আমাকে কবরে লুকিয়ে রাখতে,তোমার রাগ চলে না যাওয়া পর্যন্ত গোপন রাখতে,তারপর আমার জন্য একটা সময় ঠিক করে আবারআমাকে মনে করতে!

14. মানুষ মরে কি আবার জীবিত হবে?যদি হয়, তবে আমার কঠিন পরিশ্রমের সব দিনগুলোতেআমি নতুন হয়ে উঠবার জন্য অপেক্ষা করব।

15. তখন তুমি ডাকবে আর আমি সাড়া দেব;তোমার হাতে গড়া প্রাণীর জন্য তোমার প্রাণ কাঁদবে।

16. তখন তুমি আমার পায়ের ধাপ গুণবেকিন্তু আমার গুনাহের দিকে লক্ষ্য রাখবে না।

17. তখন তুমি একটা থলির মধ্যে আমার দোষগুলো সীলমোহর করে রাখবেআর আমার গুনাহ্‌ সব ঢেকে দেবে।

আইয়ুব 14