আইয়ুব 13:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. আল্লাহ্‌র পক্ষ হয়ে কি তোমরা অন্যায় কথা বলবে?তাঁর হয়ে কি ছলনার কথা বলবে?

8. তাঁর পক্ষ হয়ে কি একচোখামি করবে?আল্লাহ্‌র হয়ে কি তর্ক করবে?

9. তিনি যদি তোমাদের পরীক্ষা করেনতবে কি তোমাদের ভাল হবে?মানুষকে যেমন ঠকানো যায়তেমনি করে কি তোমরা তাঁকেও ঠকাতে পারবে?

10. তোমরা যদি গোপনে একচোখামি করতাহলে নিশ্চয়ই তিনি তোমাদের বকুনি দেবেন।

11. তাঁর মহিমা কি তোমাদের ভয় জাগায় না?তাঁর ভয়ংকরতা দেখে কি তোমরা ভয় পাও না?

আইয়ুব 13