আইয়ুব 13:25-28 Kitabul Mukkadas (MBCL)

25. যে পাতা বাতাসে ওড়ে তাকে কি তুমি ভয় দেখাবে?শুকনা তুষের পিছনে কি তুমি তাড়া করবে?

26. তুমি তো আমার বিরুদ্ধে তেতো কথা লিখছ,আমার যৌবনের গুনাহের ফল আমাকে ভোগ করা"ছ।

27. তুমি আমার পায়ে বেড়ী দিয়েছ;আমার সমস্ত পথের উপর তুমি কড়া নজর রেখেছআর আমার পায়ের ধাপের সীমা বেঁধে দিয়েছ।

28. “মানুষ তো পচা জিনিসের মত নষ্ট হয়ে যাচ্ছেআর পোকায় কাটা কাপড়ের মত হচ্ছে।

আইয়ুব 13